প্রশ্ন: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) বাংলাদেশের কোন শহরকে 'হেলথ দি সিটি' ঘোষণা করে?
উ: চট্টগ্রামকে।
প্রশ্ন: 'সূর্যের হাসি' কীসের প্রতীক?
উ: পারিবারিক স্বাস্থ্য সেবার।
প্রশ্ন: সবুজ ছাতা' কীসের প্রতীক?
উ: পারিবারিক স্বাস্থ্য সেবার।
প্রশ্ন: 'জীবন তরী' কি?
উ: একটি ভাসমান হাসপাতাল (প্রতিবন্ধীদের চিকিৎসা করা হয়)।
প্রশ্ন: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) বাংলাদেশকে কবে গুটি বসন্তমুক্ত দেশ হিসেবে ঘোষণা দেয়?
উ: ১৯৭৭ সালে।
প্রশ্ন:বাংলাদেশ সরকার কবে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি গ্রহণ করে?
উ: ৭ এপ্রিল, ১৯৭৯ সালে।
প্রশ্ন: জাতীয়ভিত্তিক টিকাদান কর্মসূচি শুরু করা হয়?
উ: ১৯৮৫ সাল থেকে।
প্রশ্ন: কোন তারিখে জাতীয় টিকা দিবস পালিত হয়?
উ: ১৬ মার্চ ও ১৬ এপ্রিল।
প্রশ্ন: E.P.I. এর সাহায্য দানকারী সংস্থা কোনটি?
উ: ইউনিসেফ (UNICEF)।
প্রশ্ন: E.P.I. কী?
উ: ইমিউনাইজেশন সম্প্রসারিত প্রোগ্রাম।
প্রশ্ন: একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির দেহে কত মিলিগ্রাম আয়োডিন থাকে?
উ: ৩০ মিলিগ্রাম।
প্রশ্ন: গলগণ্ড রোগ কেন হয়?
উ: আয়োডিনের অভাবে।
প্রশ্ন: ডেঙ্গু জীবাণুবাহী মশার নাম কী?
উ: এডিস ইজিপটি।
প্রশ্ন: বাংলাদেশে ডেঙ্গু জ্বরের একমাত্র চিকিৎসা কেন্দ্র কোনটি?
উ: ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল।
প্রশ্ন: 'বাঘা মশার' জীবাণু কোনটি?
উ: এডিস এলিকবপটাস।
প্রশ্ন: 'স্পিলুনা' কী?
উ: শৈবাল জাতীয় এক প্রকার খাদ্য ও ঔষধ।
প্রশ্ন: 'স্পিলুনার' আবিষ্কারক কে?
উ: ড. ফ্লোরা মজিদ।
প্রশ্ন: বাংলাদেশ কবে পরিবার পরিকল্পনা কর্মসূচি গ্রহণ করে?
উ: ১৯৭৬ সালে।
প্রশ্ন: পরমাণু চিকিৎসা কেন্দ্রগুলো পরিচালনা করে কোন সংস্থা?
উ: বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন।
প্রশ্ন: ডায়াবেটিস সচেতনতা দিবস কবে পালিত হয়?
উ: ২৮ ফেব্রুয়ারি।
প্রশ্ন: বাংলাদেশে খাবার স্যালাইন আবিষ্কার করে কোন প্রতিষ্ঠান?
উ: বাংলাদেশ কলেরা হাসপাতাল (ICDDRB).
প্রশ্ন: কলেরা হাসপাতাল কোথায় অবস্থিত?
উ: মহাখালীতে।
প্রশ্ন: বাংলাদেশের খাদ্য গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
উ: ঢাকার সায়েন্স ল্যাবরেটরিতে।
প্রশ্ন: স্বাস্থ্য ক্ষেত্রে সর্বনিম্ন পর্যায়ের কর্মীর নাম কী?
উ: হেলথ অ্যাসিসটেন্ট।
প্রশ্ন: NIPORT কী?
উ: জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট।
প্রশ্ন: বাংলাদেশের একমাত্র খাদ্য ও পুষ্টি ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
উ: ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
প্রশ্ন: NIPORT কীসের সাথে জড়িত?
উ: জনসংখ্যা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান।
প্রশ্ন: বাংলাদেশে প্রথম স্বাস্থ্য নীতি ঘোষণা করা হয় কবে?
উ: ২০০০ সালে।
প্রশ্ন: NIPORT কত সালে প্রতিষ্ঠিত হয়?
উ: ১৯৭৭ সালে।
প্রশ্ন: NIPORT কোথায় অবস্থিত?
উ: ঢাকার আজিমপুরে।